এই সপ্তাহের বিসয়বস্তুঃ রাশিয়া-ইউক্রেনসংকট, আইএমএফের ঋণ , ঋণখেলাপি দেশ , ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র , ইন্দোপ্যাসিফিকে অকাস তৎপর , রোহিঙ্গাদেরকে সহায়তা , ব্যানবেইসের নতুন ডিজি , পাকিস্তানকে চীনের সহায়তা ।
Table of Contents
সাম্প্রতিক সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ) | আইএমএফের ঋণ | ৫ই নভেম্বর – ১১ই নভেম্বর
রাশিয়া–ইউক্রেনসংকট
৯ই নভেম্বর ইউক্রেনের খেরসন শহর থেকে পিছু হটার ঘোষণা দেয় রাশিয়া। খেরসনের প্রধান শহর থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সকল সেনা ও সামরিক সরঞ্জাম দনিপার নদীর পূর্ব পাশে নিয়ে আসা হয়েছে। ফলে খেরসন অঞ্চলের পশ্চিমাঞ্চল বা প্রায় ২০ শতাংশ এলাকা এখন বিনাবাধায় ইউক্রেন দখলে নিতে পারবে।
দনিপার নদীর উপরে থাকা একমাত্র সেতুটি উড়িয়ে দিয়েছে ইউক্রেন। ফলে ফেরির মাধ্যমে নদীর পশ্চিম প্রান্তে রসদ সরবরাহ করতে হচ্ছিল রাশিয়াকে। সামনে শীত আরও বাড়লে এই সরবরাহ অব্যাহত রাখা কঠিন হয়ে যেত। তাই সুবিধাজনক সময়েই সেনা সরিয়ে নদীর পূর্ব প্রান্তে নিয়ে আসার কথা ঘোষণা করেন রুশ জেনারেল সের্গেই সুরোভিকিন। তার এই প্রস্তাব অনুমোদন করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু।
গত সেপ্টেম্বর মাসে এক গণভোটের পর খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়। যদিও ওই গণভোটকে স্বীকৃতি না দেয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলো।
আইএমএফের ঋণ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন বা ৪৫০ কোটি ডলার ঋণ নিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। ফলে দেশের অর্থনীতির বেশির ভাগ সূচকে যে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে, তা সামাল দেয়া সরকারের জন্য সহজ হবে।
মোট ৭ কিস্তিতে ঋণ দেবে আইএমএফ। প্রথম কিস্তির টাকা ছাড় হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। এর পরিমাণ ৪৪৮ মিলিয়ন বা ৪৪ কোটি ৮০ লাখ ডলার।
ঋণের পরবর্তী কিস্তিগুলো ৬ মাস পর পর পাবে বাংলাদেশ সরকার। আইএমএফ’র ঋণের সুদ হার ২.২ শতাংশ। আইএমএফ’র সঙ্গে ঋণ কর্মসূচির ক্ষেত্রে প্রধান ৫টি বিষয়ে সংস্কারে সম্মত হয়েছে সরকার। এগুলো হলো- বাড়তি আর্থিক সংস্থানের জায়গা তৈরি করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও মুদ্রানীতি কাঠামোর আধুনিকায়ন, আর্থিক খাত শক্তিশালীকরণ, প্রবৃদ্ধির সম্ভাবনা ত্বরান্বিত করা এবং জলবায়ু সহনশীলতা গড়ে তোলা।
ঋণখেলাপি দেশ
৫০টিরও বেশি দরিদ্র উন্নয়নশীল দেশ তাদের ঋণ খেলাপি এবং দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে যদি না ধনী বিশ্ব জরুরি সহায়তা দেয়, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। জাতিসংঘের বিশ্ব উন্নয়ন প্রধান আচিম স্টেইনারের মতে মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান সুদের হার এমন পরিস্থিতি তৈরি করছে যেখানে ক্রমবর্ধমান সংখ্যক দেশ ডিফল্টের ঝুঁকিতে রয়েছে। তাদের জনগণের উপর সম্ভাব্য বিপর্যয়কর প্রভাব রয়েছে।
ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ এই হাইপারসনিক মিসাইল তৈরির কথা প্রকাশ্যে ঘোষণা করেন। তার দাবি, এ ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম এবং একে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নেই। মূলত হাইপারসনিক মিসাইলের গতি এত বেশি হয় যে এগুলো ঠেকানোর প্রযুক্তি এখন বিশ্বের কোনো দেশের কাছেই নেই। তাছাড়া এগুলো যাত্রাপথে নিজেদের গতিপথ পরিবর্তন করতে পারে।
ইন্দোপ্যাসিফিকে অকাস তৎপর
গত বছর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন নিরাপত্তা জোট গঠনের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তিন দেশের নামের আদ্যক্ষর দিয়ে জোটের নামকরণ করা হয় অকাস (অস্ট্রেলিয়া-ইউকে-ইউএস অ্যালায়েন্স)। এই নিরাপত্তা চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
এই চুক্তিতে স্বাক্ষরকারী তিন দেশের একটির প্রতিনিধি হিসেবে অ্যাডমিরাল স্যার বেন কি আশা প্রকাশ করেন যে, এ অঞ্চলে তিন দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে।
রোহিঙ্গাদেরকে সহায়তা
ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় ৩ মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ব্যানবেইসের নতুন ডিজি
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমান। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
পাকিস্তানকে চীনের সহায়তা
পাকিস্তানকে আর্থিক সহায়তা প্রদান করতে ৯ বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজ প্রস্তাব করেছে চীন। পাক অর্থমন্ত্রী ইশাক দার জানান, আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে চীনের থেকে ৯০০ কোটি এবং সৌদি আরবের থেকে ৪০০ কোটি ডলার সাহায্য পাবে পাকিস্তান।
আরও দেখুনঃ