Site icon Competitive Exam Preparation Gurukul [ প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুকুল ] GOLN

ইউক্রেন যুদ্ধে নতুন টি-১৪ ট্যাংক | সারা সপ্তাহের খবর

ইউক্রেন যুদ্ধে নতুন টি-১৪ ট্যাংক | সারা সপ্তাহের খবর

ইউক্রেন যুদ্ধে নতুন টি-১৪ ট্যাংক –খবর দিয়ে শুরু করছি প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুকুল এর  নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা

ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানিকে (৭৫) গুলি করে হত্যা করা হয়েছে। ২৬ এপ্রিল বুধবার মাজানদারান প্রদেশের বাবুলসার শহরের একটি ব্যাংকে এই ঘটনা ঘটে। নিহত সোলেইমানি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের অন্যতম সদস্য ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন, তা বাছাই করেন এই অ্যাসেম্বলির সদস্যরা। 

ইউক্রেন যুদ্ধে নতুন টি-১৪ ট্যাংক

ইউক্রেন যুদ্ধে নতুন টি-১৪ আরমাতা ট্যাংক নামিয়েছে রুশ বাহিনী। তবে রাশিয়ার এসব ট্যাংক এখনো সরাসরি কোনো যুদ্ধে অংশ নেয়নি। আপাতত সেনাদের প্রশিক্ষণ আর সুরক্ষার কাজে এসব ট্যাংক ব্যবহার করা হচ্ছে। রুশ বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরইএ। টি-১৪ ট্যাংকটি মনুষ্যবিহীন। ক্রুরা দূরে বসেও সফলভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারেন। সাধারণত মহাসড়কে এটি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ছুটতে পারে।

 

 

কাবুল বিমানবন্দরে হামলার ‘পরিকল্পনাকারী’ আইএস নেতাকে হত্যা করেছে তালেবান

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার পরিকল্পনাকারী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতাকে হত্যা করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান। মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ২০২১ সালের আগস্টে এই বোমা হামলা হয়। হামলায় ১৭০ জন বেসামরিক মানুষ নিহত হন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা প্রাণ হারান। কাবুল বিমানবন্দরে এমন একসময় হামলা হয়েছিল, যখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ায় লোকজন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আর্থিক প্রতিষ্ঠানে এক কোম্পানি থেকে একজন পরিচালক হতে পারবেন

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে পরিচালক নিয়োগের ক্ষেত্রে নতুন শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই শর্তের ফলে এখন থেকে এক কোম্পানি থেকে মাত্র একজন কোন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক পদে থাকতে পারবেন। একাধিক প্রতিনিধি পরিচালক পদে থাকতে পারবেন না। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার ক্ষেত্রে আরও কিছু নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রপ্তানি সহায়ক তহবিলের ঋণ বিতরণে নতুন বিধিনিষেধ

 

 

বৈশ্বিক সংকটে রপ্তানি খাত চাঙা রাখতে রপ্তানিকারকদের সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকে দুটি তহবিল আছে। এ দুই তহবিল থেকে কোনো রপ্তানিকারক শিল্পগোষ্ঠী তাদের একটি প্রতিষ্ঠানের জন্য ঋণ নেওয়ার পর রপ্তানি আয় দেশে না নিয়ে এলে ওই গ্রুপের অন্য প্রতিষ্ঠান রপ্তানি সহায়ক প্রাক–অর্থায়ন তহবিল (ইএফপিএফ) থেকে আর ঋণ সুবিধা নিতে পারবে না।

তুর্কমেনিস্তানকে ৬ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

এএফসি অনূর্ধ্ব–১৭ নারী ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের লক্ষ্য গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাওয়া। লক্ষ্য পূরণে শুরুটা হয়েছে দারুণ। ২৬ এপ্রিল তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই এসেছে ৬–০ গোলের বিশাল জয়। সিঙ্গাপুরের জানান বিসার স্টেডিয়ামে শুরুতেই তুর্কমেনিস্তানকে চেপে ধরে বাংলাদেশ। খেলতে থাকে প্রতিপক্ষের রক্ষণসীমানায়। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে তুর্কমেনিস্তান। গোলও আসে শুরুতেই। 

আরও পড়ুনঃ

Exit mobile version