রাশিয়া ইউক্রেন সংঘাত | সারা সপ্তাহের খবর 

রাশিয়া ইউক্রেন সংঘাত খবর দিয়ে শুরু করছি প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুকুল এর  নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

রাশিয়া-ইউক্রেন সংঘাত | সারা সপ্তাহের খবর 

রাশিয়া ইউক্রেন সংঘাত | সারা সপ্তাহের খবর

 

রাশিয়া-ইউক্রেন সংঘাত 

যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনকে যুদ্ধট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জার্মানি। সেই প্রতিশ্রুতি পূরণ করছে। ইতিমধ্যে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দিয়েছে দেশটি। গতকাল সোমবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এই কথা জানিয়েছেন। ওলাফ শলৎজ নেদারল্যান্ডস সফর করছেন। গতকাল দেশটির রটারডামে ডাচ্‌ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি।

ইউক্রেন পুনর্গঠনে লাগবে ৪১ হাজার কোটি ডলার

ক্ষতিগ্রস্ত ইউক্রেন পুনর্গঠনে আগামী ১০ বছরে ৪১ হাজার ১০০ কোটি (৪১১ বিলিয়ন) ডলার ব্যয় করতে হবে বিশ্বব্যাংককে। সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, এর মধ্যে ৫০০ কোটি ডলার ইউক্রেনের গ্রাম ও শহরগুলো থেকে ধ্বংসস্তূপ সরাতে ব্যয় করতে হবে।

ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদের একটি আদালত। বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাঁর বিরুদ্ধে এই আদেশ দিলেন আদালত। আগামী ১৮ এপ্রিলের মধ্যে ইমরানকে আদালতে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

জাপানে ভূমিকম্প

ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উত্তরাঞ্চলের আমোরি এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়নি।

 

Google_news_logo
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

যুক্তরাষ্ট্রে ১৮৬ ব্যাংক ঝুঁকিতে

তিন দিনের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্বের আর্থিক খাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুইজারর‌্যান্ডের ক্রেডিট সুইস একীভূত হয়েছে আরেক বৃহৎ ব্যাংকের সঙ্গে। এবার জানা গেল, যুক্তরাষ্ট্রের আরও ১৮৬ টি ব্যাংক থেকে অর্ধেক আমানকারী যদি দ্রুত অর্থ তুলে নেন, তাহলে সেই ব্যাংকগুলোও বন্ধ করে দিতে হতে পারে।

বৈশ্বিক শেয়ারবাজারে দরপতন

ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বড় বড় শেয়ারবাজারগুলোয় বিনিয়োগকারীরা এখন প্রবল স্নায়ুচাপে ভুগছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পরপর দুটি ব্যাংক বন্ধ এবং সুইজারল্যান্ডের একটি ব্যাংক বিক্রি হয়ে যাওয়ায় দেশে দেশে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা যেন আস্থা হারিয়ে ফেলছেন। আতঙ্কে অধিকাংশ বিনিয়োগকারীই শেয়ার ছেড়ে দিচ্ছেন। ফলে শেয়ারবাজারগুলোয় বিশেষ করে ব্যাংকের শেয়ার দরে ব্যাপক হারে পতন ঘটছে।

তিন দিনের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি ব্যাংক বন্ধ

সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার তিন দিনের মধ্যে বন্ধ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক।  ১২ মার্চ রোববার নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ব্যাংক বন্ধের ঘটনার দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম নজির। 

 

রাশিয়া-ইউক্রেন সংঘাত | সারা সপ্তাহের খবর 

 

টুইটারের মূল্য  অর্ধেকেরও নিচে

টুইটার কর্মীদের কাছে শেয়ার বিক্রির একটি প্রস্তাব দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। কিন্তু এর জন্য তিনি টুইটারের মূল্যমান নির্ধারণ করেছেন মাত্র ২ হাজার কোটি (২০ বিলিয়ন) মার্কিন ডলার। গতকাল শনিবার টুইটার কর্মীদের কাছে পাঠানো একটি ই–মেইলে তিনি এ ঘোষণা দেন।

আরও দেখুনঃ

Leave a Comment