ইমরানের দলের সঙ্গে আলোচনা চায় বিলাওয়ালের দল – খবর দিয়ে শুরু করছি প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
ইমরানের দলের সঙ্গে আলোচনা চায় বিলাওয়ালের দল
বিরোধী দলের সঙ্গে আলোচনার প্রশ্নে পাকিস্তানের ক্ষমতাসীন জোটভুক্ত দলগুলোর মধ্যে বিভাজন দেখা দিয়েছে। বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন দল পিপিপি চাইছে, পাকিস্তানে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের অবসানে ইমরান খানের পিটিআইসহ বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা হোক। তবে জোটের বড় দুই রাজনৈতিক দল মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এবং জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) এ ধরনের উদ্যোগের বিরোধিতা করেছে।
পাকিস্তানে সংকট কাটাতে সামরিক-বেসামরিক ক্ষমতার ভারসাম্যহীনতা দূর করতে হবে জানালেন ইমরান খান
পাকিস্তানে অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংকট চলছে। ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে দেশটি। এ সংকট কাটাতে দেশকে পুরোপুরি পুনর্গঠন করা প্রয়োজন বলে মনে করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, সংকট কাটাতে সরকারব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। আর এ জন্য যেটি সবচেয়ে বেশি জরুরি, সেটি হলো সামরিক ও বেসামরিক ক্ষমতার ভারসাম্যহীনতা দূর করা।
কংগ্রেস নেতার ছেলে যোগ দিলেন বিজেপিতে
গত জানুয়ারিতে কংগ্রেস ছেড়েছিলেন দলটির শীর্ষ নেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। বলেন, মতাদর্শের পার্থক্যের কারণেই তিনি এমনটা করেছেন। তবে ছেলের এমন পদক্ষেপে বেশ ক্ষোভ প্রকাশ করেন এ কে অ্যান্টনি। এর জবাবে অনিল বলেন, ‘আমার বাবা এমন একজন ব্যক্তি, যাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।’
বাখমুতের বেশির ভাগ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার ভাগনারপ্রধানের
রাশিয়ার আধা সামরিক ভাড়াটে বাহিনী ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তাঁর বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের ৮০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। মঙ্গলবার এমন দাবি করেছেন তিনি। ইউক্রেনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা প্রিগোজিনের এমন দাবির ব্যাপারে সরাসরি কোনো কথা বলেনি। তবে তাঁরা বলছেন, ব্যাপক হামলা মোকাবিলা করার মতো প্রস্তুতি তাঁদের বাহিনীর আছে।
সেনাবাহিনীর আকার বাড়ানোর চেষ্টায় রাশিয়া
রুশ সেনাবাহিনীতে তরুণদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করেছে রাশিয়া। ১ এপ্রিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১ লাখ ৪৭ হাজার রুশ তরুণকে সামরিক বাহিনীতে এক বছরের বাধ্যতামূলক যোগদানের আদেশে সই করেন। ২০২২ সালের বসন্তকালীন মিলিটারি সার্ভিসের সময় এ সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার।
মহড়া শেষ হলেও তাইওয়ানের আশপাশে চীনা যুদ্ধবিমান-জাহাজ
সামরিক মহড়া শেষ হলেও চীনা যুদ্ধবিমান ও নৌবাহিনীর জাহাজ এখনো তাইওয়ানের আশপাশে রয়ে গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১১ এপ্রিল মঙ্গলবার এ কথা বলেছে। তাইওয়ান ঘিরে চীনের তিন দিনব্যাপী সামরিক মহড়া সোমবার শেষ হয়। এই মহড়াকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণ অভিহিত করে চীনের সমালোচনা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।
খোলা জায়গার রেস্তোরাঁয় নারীদের প্রবেশে তালেবানের নিষেধাজ্ঞা
আফগানিস্তানের হেরাত প্রদেশে বাগান ও খোলা সবুজ জায়গার রেস্তোরাঁয় পরিবার ও নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। ফক্স নিউজের খবর বলছে, ধর্মীয় নেতারা এ ধরনের জায়গায় নারী-পুরুষের মেলামেশা নিয়ে অভিযোগ করার পর এ সিদ্ধান্ত এসেছে। আফগান কর্মকর্তারা বলছেন, নারীদের হিজাব না পরে আসা ও নারী-পুরুষের মেলামেশার কারণে এ বিধিনিষেধ এসেছে।
আরও পড়ুনঃ