এই সপ্তাহের বিসয়বস্তুঃ রাশিয়া-ইউক্রেন সংকট, ইসরায়েলে নির্বাচন , লুলা ডি সিলভা , রপ্তানি আয়ে হ্রাস , বায়ু দূষণের ক্ষতি , জেল হত্যা , সশস্ত্র বাহিনী দিবস।
Table of Contents
সাম্প্রতিক সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ) | ইসরায়েলে নির্বাচন | ২৯শে অক্টোবর– ৪ঠা নভেম্বর
রাশিয়া-ইউক্রেন সংকট
কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার জবাবে আবারও ইউক্রেনের বিভিন্ন টার্গেটে মিসাইল বৃষ্টি চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েভসহ দেশের প্রধান শহরগুলো বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। কিয়েভের প্রায় অর্ধেক মানুষ এখন পানিহীন এবং তিন লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন।
ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। কিন্তু যুদ্ধের ৮ মাস পার হওয়ার পর এখন দেখা যাচ্ছেপশ্চিমাদের মিত্র দেশগুলোই রাশিয়া থেকে আমদানি বাড়িয়ে দিয়েছে। রাশিয়া থেকে ভারতের পণ্য আমদানি বৃদ্ধি পেয়েছে ৪৩০ শতাংশ। তুরস্কের হার ২১৩ শতাংশ। ব্রাজিলে আগের তুলনায় ১৬৬ শতাংশ বেশি পণ্য রপ্তানি করতে মস্কো। চীনে পণ্য রপ্তানিও বৃদ্ধি পেয়েছে ৯৮ শতাংশ।
ইসরায়েলে নির্বাচন
গত চার বছরের মধ্যে পঞ্চম বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইসরাইলে। মঙ্গলবারের এই নির্বাচনে অংশ নিয়েছে ৩৯টি রাজনৈতিক দল। এবারের নির্বাচনে সবথেকে বেশি ভোট পাওয়ার আশা করছে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।
লিকুদ পার্টির পরই আলোচনায় আছে মধ্যমন্ত্রী দল ইয়েশ আতিদ পার্টি। ২০১২ সালে প্রতিষ্ঠিত এ দলটির নেতৃত্বে আছেন ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ।
লুলা ডি সিলভা
ব্রাজিলীয় রাজনীতিবিদ ও প্রাক্তন শ্রমিকসঙ্ঘ নেতা। তিনি ২০০৩ সালের ১লা জানুয়ারি থেকে ২০১০ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলের ৩৫তম রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িতা পালন করেন। তিনি ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের একজন। হুন্ডি ও দুর্নীতির দায়ে ২০১৮ সালে তিনি গ্রেপ্তার হন। ২০১৯ সালের নভেম্বর মাসে সর্বোচ্চ আদালতের নির্দেশে লুলাকে কারাগার থেকে মুক্ত করা হয়।
প্রেসিডেন্ট পদে নির্বাচনে শেষ ধাপের ভোট গণনার পর দেখা গেছে লুলা ৫০.৮ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে বলসোনারো পেয়েছেন ৪৯.২ শতাংশ ভোট। আগামী ১লা জানুয়ারি ২০২৩ তিনি ব্রাজিলের ৩৯তম রাষ্ট্রপতি হিসেবে আগের রাষ্ট্রপতি জাইর বলসোনারোকে স্থলাভিষিক্ত করবেন।
রপ্তানি আয়ে হ্রাস
গতবছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে রপ্তানি আয় কমেছে। চলতি বছরের অক্টোবরে ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার ডলারের পণ্য অন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়েছে, যা ২০২১ সালের অক্টোবরে ছিল ৪৭২ কোটি ৭৫ লাখ ৩ হাজার ডলার।
সে হিসাবে ২০২১ সালের অক্টোবর মাসের তুলনায় ২০২২ সালের অক্টোবর মাসে ৩৭ কোটি ৯ লাখ ১০ হাজার ডলার রপ্তানি আয় কমেছে, যা শতাংশের হিসেবে ৭.৮৫ শতাংশ।
বায়ু দূষণের ক্ষতি
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণায় উঠে এসেছে, ২০ বছরে বায়ুদূষণজনিত রোগ বালাইয়ের কারণে মৃত্যু ৯ শতাংশ বেড়েছে। বায়ুদূষণে প্রতিবছর মারা যাচ্ছে প্রায় দুই লাখ মানুষ। ১৫ বছরে প্লাস্টিক দূষণও বেড়েছে দ্বিগুণ। এর ফলে ভয়াবহ স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছে শহরাঞ্চলের মানুষ।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশে পরিবেশ দূষণের কারণে বছরে ৩২ শতাংশ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া বায়ুদূষণের কারণে বছরে ক্ষতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯ শতাংশ। বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে বছরে ক্ষতি হয় ১ বিলিয়ন ডলার। মোট জিডিপি’র যা প্রায় ০.৭ ভাগ।
জেল হত্যা
১৯৭৫ সালের ৩ নভেম্বর এক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতাকে:
- বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতিসৈয়দ নজরুল ইসলাম
- প্রথম প্রধানমন্ত্রীতাজউদ্দীন আহমদ
- মন্ত্রিসভার সদস্যএম মনসুর আলী
- এ এইচ এম কামরুজ্জামান
এই দিবসটি স্মরণ করে ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়।
ঘটনার পরদিনই ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় রিসালদার মোসলেহ উদ্দিনের নাম উল্লেখ করে বলা হয়, তাঁর নেতৃত্বে চার-পাঁচজন সেনাসদস্য কারাগারে ঢুকে চার নেতাকে হত্যা করেন। গুলি করে নেতাদের হত্যা করা হয়। পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।
সশস্ত্র বাহিনী দিবস
১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের সর্বদিক দিয়ে সামরিক বাহিনীসহ তৎকালীন বাঙালি আপামর জনতা একত্রে আক্রমণ করে তৎকালীন পশ্চিম পাকিস্তানি হানাদারদের উপর। এই বিশেষ দিনটিকে স্মরণ রেখেই অতীতে বিভিন্ন দিবসে পালিত সশস্ত্র বাহিনী দিবসকে এই দিনে পালন করা হয়।
আরও দেখুনঃ