এই সপ্তাহের বিসয়বস্তুঃ ঋষি সুনাক , ইলন মাস্ক , জর্জিয়া মেলোনি , শি জিনপিং , রুল অফ ল ইনডেক্স , ফিলিস্তিনি হত্যা , লেবানন-ইসরাইল চুক্তি , রাশিয়া ইউক্রেন সংকট
Table of Contents
২২শে অক্টোবর– ২৮শে অক্টোবর সাধারণ জ্ঞানের সাম্প্রতিক খবর
রাশিয়া-ইউক্রেন সংকট
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ছয় হাজারের বেশি বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া আহত হয়েছেন নয় হাজারের বেশি মানুষ। ২৪শে ফেব্রুয়ারি থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত ছয় হাজার ২৩৩ জন নিহত এবং নয় হাজার ৬৩৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৯৭ জন শিশু আছে।
খাদ্য উৎপাদনে নতুন রেকর্ড গড়লো রাশিয়া। এ বছরের আরও দুই মাস বাকি থাকতেই এক বছরের মধ্যে সর্বোচ্চ ফসল উৎপাদন করেছে দেশটি। কৃষি মন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ জানিয়েছেন, নতুন যুক্ত হওয়া দনেতস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া থেকে প্রচুর ফসল উৎপাদন হয়েছে। এই অঞ্চলগুলো থেকে অতিরিক্ত ৫ মিলিয়ন টন ফসল পাচ্ছে মস্কো।
ইউক্রেনকে সামরিক সহায়তা না দেয়ার বিষয়ে এখনও অবিচল ইসরাইল। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে এ কথা জানান।
ইউক্রেনে আবারও বড় ধরণের হামলা চালাতে শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, সেদেশের বিদ্যুতের স্থাপনাগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। এর ফলে সেদেশের প্রায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইউক্রেনের মধ্যাঞ্চল ছাড়াও পশ্চিম, দক্ষিণ ও পূর্বের অঞ্চলগুলোতে রাশিয়া হামলা চালাচ্ছে।
ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অস্ত্র উৎপাদন করতে পারছে না রাশিয়া। এর প্রভাব পড়ছে যুদ্ধক্ষেত্রে। অপর্যাপ্ত অস্ত্রের কারণে রুশ সেনারা প্রচণ্ড চাপে রয়েছে বলেও বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে।
লেবানন ইসরাইল চুক্তি
মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরাইল ও লেবাননের মধ্যে এক ঐতিহাসিক সমুদ্রসীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা এবং মধ্যস্ততাতেই এই বিরোধের সমাপ্তি হলো। এর ফলে, উভয় দেশই এখন সমুদ্রের তলদেশের বিরোধপূর্ণ গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস আহরণ করতে পারবে। চুক্তিতে স্বাক্ষর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওন।
ফিলিস্তিনি-হত্যা
২০২২ সালের প্রথম ১০ মাসে মোট ১৮৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এরমধ্যে শুধু অক্টোবরেই হত্যা করেছে ২৬ জনকে। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক রিপোর্টে এ দাবি করা হয়েছে। মোট ৩৫ শিশু ইসরাইলের হামলায় নিহত হয়েছে। এরমধ্যে ১৯ শিশু পশ্চিম তীরের এবং ১৬ শিশু গাজার। ২৪শে অক্টোবর নাবলুসে ইসরাইলি অভিযানে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।
রুল অফ ল-ইনডেক্স
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের ২০২২ সালের ‘রুল অব ল ইনডেক্সে’ ১৪০ দেশের মধ্যে ১২৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটির এই সূচককে আইনের শাসনের ওপর প্রকৃত তথ্যের জন্য বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা হয়।
ঋষি সুনাক
২৫শে অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন। এছাড়া তিনি কনজারভেটিভ পার্টির বর্তমান নেতা। ২০১৫ সাল থেকে তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। সুনাক অক্সফোর্ড এবং ক্যামব্রিজে পড়াশোনা করেছেন। লিজ ট্রাসের পদত্যাগের পর তিনি নির্বাচিত হলেন। সুনাক যুক্তরাজ্যের প্রথম হিন্দু এবং এশীয়-ব্রিটিশ প্রধানমন্ত্রী।
শি-জিনপিং
শি-জিনপিং গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি। চীনের কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। তার বৈদেশিক নীতির মধ্যে রয়েছে ২০১৩ সালে ঘোষণা করে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ।
জর্জিয়া মেলোনি
অতি-ডানপন্থী ‘ব্রাদার্স অব ইতালি’ পার্টির নেতা জর্জা মেলোনিকে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাতারেলা। ইতালির দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নেতা বেনিতো মুসোলিনির পর এই মেলোনিই হতে যাচ্ছেন দেশটির প্রথম অতি-ডানপন্থী। তিনি ইতালির ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। ২২ অক্টোবর ২০২২ তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ইলন মাস্ক
দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি খাতে উদ্যোক্তা। মহাকাশ ভ্রমণ সংস্থা SpaceX এবং বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান Tesla. Inc –এর CEO। বিশ্বের শ্রেষ্ঠ ধনী মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিয়েছেন ৪৪০০ কোটি ডলারে। সঙ্গে সঙ্গে এর শীর্ষ বস বলে পরিচিত পরাগ আগরওয়াল সহ শীর্ষ পর্যায়ের বেশ কিছু নির্বাহীকে বরখাস্ত করেছেন।
আরও দেখুনঃ