[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা । Essay on Technology dependent world । প্রতিবেদন রচনা ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনাঃ বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে এবং ভবিষ্যতে তথ্য প্রযুক্তি মানুষের জীবনব্যবস্থাকে একটি উন্নত অবস্থা প্রদান করবে বলে সবাই বিশ্বাস করতে শুরু করেছে।

প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা । Essay on Technology dependent world
প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা । Essay on Technology dependent world

প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা

ভূমিকা:

সভ্যতার সূচনা কাল থেকে আধুনিক যুগের প্রারম্ভ পর্যন্ত সভ্যতার অগ্রগতিতে যে স্থির ও মন্থর গতিময়তা ছিল, অগ্রগতির সেই সংজ্ঞা সম্পূর্ণ বদলে যায় উনবিংশ শতাব্দীর শুরুর দিকে আধুনিক প্রযুক্তির আবির্ভাবের ফলে। প্রযুক্তি হল মানব সমাজের উপর বিজ্ঞানের আশীর্বাদ যাকে রূপকথার প্রদীপের দৈত্যের মতো কাজে লাগিয়ে অতি সহজেই অত্যন্ত কঠিন কাজ সম্পাদন করা সম্ভব হচ্ছে।

বর্তমান যুগে প্রযুক্তি ছাড়া এক মুহুর্তও কল্পনা করা যায় না। সময়ের সাথে সাথে প্রযুক্তির চরিত্রগত তালিকা বহুমুখী ও দীর্ঘ হয়েছে। এই তালিকায় সম্ভবত সবচেয়ে বৈপ্লবিক সংযোজনটি হলো তথ্যপ্রযুক্তি।

সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে মাত্র ৫ মিনিটের জন্য বিশ্বনবী বিস্তারিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা বিকল হয়ে গেলে পৃথিবী যে ব্যাপক প্রাণহানি এবং ক্ষতির সম্মুখীন হবে তা ভাষায় বর্ণনা করা যায় না। প্রযুক্তির ওপর আধুনিক সভ্যতার এহেন নির্ভরতা প্রযুক্তিকে অচিরেই বর্তমান যুগের আলোচনার মূল কেন্দ্রবিন্দু করে তুলেছে।

প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা । Essay on Technology dependent world

জীবনযাত্রায় প্রযুক্তির প্রবেশ:

মানুষের জীবনযাত্রায় প্রযুক্তির প্রবেশ ঘটে শিল্প বিপ্লবের পরবর্তী পর্যায় থেকেই। এই সময় থেকেই মানুষ ধীরে ধীরে মানব শক্তির ওপর নির্ভরশীলতা ত্যাগ করে যন্ত্রশক্তির ওপর নির্ভর করতে শুরু করে। এই নির্ভরশীলতার দরুন বিশ্বজুড়ে একদিকে কাজে যেমন অভূতপূর্ব গতি আসে, অন্যদিকে কাজ নির্ভুলভাবে সম্পাদিত হতে থাকে। এই দুইয়ের সংযোজনে প্রযুক্তিগত ক্ষেত্রে অগ্রগামী দেশগুলি অতি দ্রুত আর্থ-সামাজিকভাবে বিশ্বে এগিয়ে যেতে থাকে।

সময় যতই এগোয়, বিশ্বজুড়ে প্রযুক্তির মহিমা সম্প্রসারিত হয় এবং মানব জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র ক্ষেত্রেও প্রযুক্তির প্রবেশ ঘটতে থাকে। গত শতকের সত্তরের দশক নাগাদ বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে এই প্রবেশ আরো দ্রুতগতিতে হয়। বর্তমানে একবিংশ শতাব্দীতে আমরা আমাদের জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেখানে প্রযুক্তি, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ করি না।

প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা । Essay on Technology dependent world
প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা । Essay on Technology dependent world

ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র সমূহ:

আমাদের রাজনৈতিক তথা আর্থসামাজিক ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের কথা সর্বজনবিদিত। তবে এই প্রযুক্তির সবচেয়ে অধিক এবং বহুমুখী প্রয়োগ দেখা যায় আমাদের ব্যক্তিগত জীবনে। আমাদের ব্যক্তিগত জীবন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন দানের দ্বারা পূর্ণ হয়ে আছে। বর্তমানে ঘরে বসে আঙ্গুলের একটি মাত্র ছোঁয়ায় আমরা জানতে পারি বিশ্বের যে কোন প্রান্তের যেকোন তথ্য।

দূরের কারো সঙ্গে যোগাযোগ স্থাপন করা বর্তমানে আর আগের মতন সময়সাপেক্ষ নয়। আজ পৃথিবীর প্রান্তিক কোন অংশে উপস্থিত ব্যক্তির সাথে মুখোমুখি কথা বলা সম্ভব এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিরই সাহায্যে। আজ এর সাহায্যে আমরা সংরক্ষণ করে রাখতে পারি ব্যক্তিগত জীবনের মূল্যবান তথ্যাবলী। জ্ঞান অর্জনও তথ্যপ্রযুক্তির আশীর্বাদে আজ আর আগের মতন পরিশ্রমসাধ্য নেই।

বিশ্বমানের জ্ঞান ইচ্ছেমতন আঙ্গুলের একটি ছোঁয়াতে হাজির হতে পারে আমাদের ঘরের আঙিনায়। তাছাড়া আধুনিক যুগে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুহূর্তের মধ্যে আমাদের ব্যক্তিগত তথা অধিবিদ্যাগত জীবনে সম্মুখীন হওয়া বিভিন্ন জটিল সমস্যার সমাধান মুহুর্তের মধ্যে করে দিচ্ছে।

প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা । Essay on Technology dependent world
প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা । Essay on Technology dependent world

ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব:

আমাদের ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব এককথায় অপরিসীম বা বর্ণনার অতীত। দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির বাস্তব প্রয়োগের ফলে মানুষের প্রতিদিনকার জীবনযাত্রা অত্যন্ত কম সময়ের ব্যবধানে আমূল বদলে যেতে শুরু করেছে। আজ থেকে মাত্র কুড়ি বছর আগে যা চিন্তা করাও একজন মানুষের পক্ষে সম্ভব হতো না বর্তমানে মানুষ তা দৈনন্দিন জীবনে ব্যবহার করছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের কাছে উন্মোচিত করছে এক অনন্ত সম্ভাবনাময় ভবিষ্যতের পথ। এর উপর নির্ভর করে প্রতিদিন কোটি কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের জীবিকা নির্বাহ করছে প্রতিনিয়ত। এইভাবে একদিকে যেমন তথ্যপ্রযুক্তি অত্যন্ত সহজে বিভিন্ন জটিল কাজ সম্পাদনের সুযোগ করে দিচ্ছে অন্যদিকে মানুষের জীবনযাত্রার সার্বিক মানোন্নয়ন ঘটাচ্ছে।

প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা ২০০ শব্দের
প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা ২০০ শব্দের

প্রযুক্তির ওপর অত্যধিক নির্ভরশীলতার কুফল:

এ পৃথিবীতে কোন যুগান্তকারী আবিষ্কারই পার্শপ্রতিক্রিয়াহীন হতে পারে না। প্রযুক্তিও তার ব্যাতিক্রম নয়। মানুষের জীবনে যুগান্তকারী নানা পরিবর্তন এনে দিলেও সামাজিক ও ব্যক্তিগত ভাবে প্রযুক্তির বিভিন্ন কুফল রয়েছে। প্রযুক্তির উপর অত্যধিক নির্ভরশীলতার ফলে বর্তমান যুগে স্বাভাবিক সামাজিক বন্ধন ক্ষুন্ন হচ্ছে।

মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অধিক নির্ভরতার ফলে হারিয়ে ফেলছে স্বাভাবিক মানবিক বুদ্ধিমত্তা। এছাড়া বিশ্বজুড়ে প্রযুক্তিকে ব্যবহার করেই বিকাশ ঘটছে সমাজের নানা অন্ধকার দিকের। প্রযুক্তিকে কাজে লাগিয়েই বিশ্বজুড়ে মানব সভ্যতার ধ্বংসযজ্ঞের নানা জঘন্য পরিকল্পনা রচিত হচ্ছে। তৈরি হচ্ছে নানা ভয়ঙ্কর মারণাস্ত্র। যা পৃথিবীকে অচিরেই ঠেলে দিচ্ছে এক অতল অন্ধকার গহ্বরে।

প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা । Essay on Technology dependent world
প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা । Essay on Technology dependent world

উপসংহার:

বিভিন্ন খারাপ প্রভাব থাকলেও মানব সভ্যতার উপর প্রযুক্তি, বিশেষত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগান্তকারী প্রভাবকে অস্বীকার করা যায় না কোনোভাবেই। মানব সভ্যতা বর্তমানে যে উন্নতির শিখরগামী, তার বেশিরভাগটাই সম্ভব হয়েছে প্রযুক্তির ওপর নির্ভর করে।প্রযুক্তি মানুষের কাছে উন্মোচিত করেছে অচেনা এক আকর্ষণীয় জগতের সিংহদরজা। সেজন্যই আমাদের সকলকে প্রচেষ্টা চালাতে হবে কিভাবে প্রযুক্তির সকল কু-প্রভাবগুলিকে যথাসম্ভব এড়িয়ে একে মানব সভ্যতার উন্নতির মহাযজ্ঞে ব্যবহার করা যেতে পারে।

প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা ২০০ শব্দের প্রযুক্তি নির্ভর বিশ্ব রচনা । Essay on Technology dependent world । প্রতিবেদন রচনা ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

প্রযুক্তি নির্ভর বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

প্রশ্ন: বিশ্বে ইন্টারনেটের জন্ম হয় কবে ?

উত্তর: ১৯৬৯ সালে।

প্রশ্ন: বাংলাদেশে কবে ইন্টারনেট চালু হয় ?

উত্তর: ৪ জুন ১৯৯৬ সালে।

প্রশ্ন: বাংলা বিজয় কীবোর্ড সফটওয়্যার চালু হয় কবে ?

উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৮৮ সালে।

প্রশ্ন: বাংলা অভ্র কীবোর্ড সফটওয়্যার চালু হয় কবে ?

উত্তর: ২৬ মার্চ ২০০৩ সালে।

প্রশ্ন: Wimax কি ?

উত্তর: তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি।

প্রশ্ন: বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি ?

উত্তর: আইবিএম-১৬২০।

প্রশ্ন: বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ?

উত্তর: ENIAC.

প্রশ্ন: কম্পিউটারের ব্রেইন কোনটি ?

উত্তর: মাইক্রো প্রসেসর।

প্রশ্ন: Google কবে বাংলা ভাষায় অনুবাদ সুবিধা চালু করে ?

উত্তর: ২১ জুন ২০১১ সালে।

প্রশ্ন: Spam কি ?

উত্তর: অনাকাংখিত ই-মেইল।

প্রশ্ন: ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয় ?

উত্তর: টেলিমেডিসিন।

প্রশ্ন: Google News চালু হয় কবে ?

উত্তর: ২০০২ সালে।

প্রশ্ন: Google Buzz চালু হয় কবে ?

উত্তর: ৯ ফেব্রুয়ারি ২০১০ সালে।

প্রশ্ন: বাংলাদেশে ই-বুকের যাত্রা শুরু হয় কবে ?

উত্তর: ২৪ এপ্রিল ২০১১ সালে।

প্রশ্ন: বাংলাদেশে তৈরি ল্যাপটপ DOEL বাজারে আসে কবে ?

উত্তর: ১১ অক্টোবর ২০১১ সালে।

প্রশ্ন: মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা হয় কবে ?

উত্তর: ৪ এপ্রিল ১৯৭৫ সালে।

প্রশ্ন: ইয়াহু মেইল সেবা চালু হয় কবে ?

উত্তর: ৮ অক্টোবর ১৯৯৭ সালে।

প্রশ্ন: জিমেইল চালু হয় কবে ?

উত্তর: ৭ ফেব্রুয়ারি ২০০৭ সালে।

প্রশ্ন: ফেসবুকের সার্চ ইঞ্জিনের নাম কি ?

উত্তর: Graph Search.

প্রশ্ন: BOL কি?

উত্তর: Bangladesh Online Limited.

আরও পড়ুনঃ

 

Leave a Comment