বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে আলোচনা হবে আজকে।

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

পর্ব-১: বাংলাদেশ বিষয়াবলি (মার্কস-৩০)

প্রথমত, বিগত বছরের (৪০তম-১০ম) বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ও বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে মোস্ট রিসেন্ট প্রশ্ন থেকে অর্থ্যাৎ ৪০তম দিয়ে শুরু করতে হবে এবং ১০ম দিয়ে বিশ্লেষণ শেষ করতে হবে। এতে আইডিয়া পাওয়া যাবে কোন টপিক্সে বেশি জোর দিতে হবে (কোন টপিক্স অল্প পরে বেশি নম্বর ক্যারি করবে) । [সোর্সঃ প্রফেসরস প্রিলিমিনারি প্রশ্নব্যাংক/ জবসল্যুশন]

®দি¦তীয়ত, সাম্প্রতিক ইস্যু (অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, সরকারের উন্নয়ন/ বিভিন্ন প্রকল্প, পুরস্কার প্রভৃতি)
[সোর্সঃ পত্রিকা, অর্থনৈতিক সমীক্ষা, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রথমা সাম্প্রতিক অথবা যেকোন একটি সাম্প্রতিক বই (পরীক্ষার ২ মাস আগে)]

®তৃতীয়ত, যেসকল টপিক্স থেকে বেশি মার্কস ক্যারি করে (যেমন- মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি, আদমশুমারি, কৃষি,অর্জন) প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে সেসকল টপিক্স প্রথমেই অগ্রাধিকার পাবে ।

®চতুর্থত, যেসকল টপিক্স থেকে কম মার্কস ক্যারি করে (যেমন- প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস) প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে সেসকল টপিক্স শেষে অগ্রাধিকার পাবে ।

®বাংলাদেশের ম্যাপকে আত্মস্থ করে ফেলতে হবে (বিভিন্ন টপিক্সকে ম্যাপ এর মাধ্যমে wভজুয়ালাইজ করে পড়লে মনে রাখতে সহজ হয়) ।

®অধ্যায়ভিত্তিক আলোচনাঃ

Competitive Exam Preparation Gurukul - Group of female track athletes on starting blocks

 

১. বাংলাদেশের জাতীয় বিষয়াবলি-০৬

১.ক. প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস

সোর্সঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ^সভ্যতা- নবম-দশম শ্রেণি[তৃতীয় অধ্যায়- প্রাচীন বাংলার জনপদ; চতুর্থ অধ্যায়- প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (খ্রিস্টপূর্ব ৩২৬ – ১২০৪ খ্রিস্টাব্দ); ষষ্ঠ অধ্যায়- মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪ – ১৭৫৭ খ্রিস্টাব্দ); অষ্টম অধ্যায়- বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব; নবম অধ্যায়- ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ; নবজাগরণ ও সংস্কার আন্দোলন; দশম অধ্যায়- ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন] এবং MP3 বাংলাদেশ বিষয়াবলি- জর্জ ।

১.খ. কৃষ্টি ও সংস্কৃতি

সোর্সঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা- নবম-দশম শ্রেণি[পঞ্চম অধ্যায়- প্রাচীন বাংলার সামাজিক; অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস; সপ্তম অধ্যায়- মধ্যযুগের বাংলার সামাজিক; অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস] এবং MP3 বাংলাদেশ বিষয়াবলি- জর্জ

১.গ. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস

সোর্সঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ^সভ্যতা- নবম-দশম শ্রেণি[একাদশ অধ্যায়- ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ; দ্বাদশ অধ্যায়- সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন(১৯৫৮- ১৯৬৯ খ্রিস্টাব্দ); ত্রয়োদশ অধ্যায়- সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ; চতুর্দশ অধ্যায়- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল (১৯৭২- ১৯৭৫ খ্রিস্টাব্দ)]; পৌরনীতি ও সুশাসন- ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি(প্রফেসর মোঃ মোজাম্মেল হক)[দ্বিতীয় অধ্যায়-পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১)]; বাংলাদেশ ও বিশ^ পরিচয়- নবম-দশম শ্রেণি (প্রথম অধ্যায়- পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৪৭-১৯৭০) ; দ্বিতীয় অধ্যায়- স্বাধীন বাংলাদেশ); পৌরনীতি ও নাগরিকতা- নবম-দশম শ্রেণি(দশম অধ্যায়- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা) এবং MP3 বাংলাদেশ বিষয়াবলি- জর্জ

Competitive Exam Preparation Gurukul : Running on a race track

 

২. বাংলাদেশের কৃষিজ সম্পদ- ০৩

(কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষিশুমারি, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বাংলাদেশের কৃষিজ ফসল, ফসল উৎপাদন, পাট থেকে উদ্ভাবিত পণ্য বা বস্তু ও তার আবিষ্কারক, উন্নতমানের ফসল এবং ফসলের জাত, বিশ্বে বাংলাদেশের কৃষির বর্তমানে অবস্থান, কোন জেলা কোন ফসলের জন্য বিখ্যাত, ডিজিটাল কৃষি তথ্য, জাতীয় কৃষি নীতি, কৃষি বাতায়ন, কৃষি তথ্য সার্ভিস, কৃষকের জানালা, কৃষির সালতামামি, ই কৃষি তথ্য)

সোর্সঃ MP3 বাংলাদেশ বিষয়াবলি- জর্জ এবং বিভিন্ন সোর্সকে একত্র করে পড়া যেতে পারে । সহায়ক হিসেবে নিচে কিছু লিংক দেয়া হলোঃ

(http://krishi.gov.bd/)(https://moa.gov.bd/)(http://www.dae.gov.bd/)(http://www.badc.gov.bd/)(http://www.barc.gov.bd/)(http://www.bari.gov.bd/)(http://www.ais.gov.bd/)(http://www.nata.gov.bd/)

৩. বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারি- ০৩

[আদমশুমারি (পঞ্চম/সর্বশেষ আদমশুমারি ২০১১), জনমিতিক পরিসংখ্যান, জাতীয় জনসংখ্যা নীতি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, NIPORT, জনসংখ্যার বোনাস যুগে বাংলাদেশ, জাতীয় শিশু নীতি, জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী]
সোর্সঃ MP3 বাংলাদেশ বিষয়াবলি- জর্জ; বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০; সহায়ক হিসেবে নিচে কিছু লিংক দেয়া হলোঃ

(http://www.bangladesh.gov.bd/)(http://www.bbs.gov.bd/)(http://www.niport.gov.bd/)(https://mochta.gov.bd/)(https://moca.gov.bd/)

৪. বাংলাদেশের অর্থনীতি- ০৩

(বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, জাতীয় আয়, মাথাপিছু আয়, এলডিসি থেকে উত্তোরণ, জিডিপির ৩টি প্রধান খাতের আওতাধীন মোট ১৫টি উপখাত, উন্নয়ন পরিকল্পনার প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দারিদ্র্য বিমোচন কৌশলপত্র, অর্থনৈতিক সমীক্ষা-২০২০, শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ, বাংলাদেশ উন্নয়ন ফোরাম, সামাজিক নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, জাতীয় বাজেট, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি)

সোর্সঃ MP3 বাংলাদেশ বিষয়াবলি-জর্জ; বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০; বাজেট বক্তৃতা ২০২০-২১; সাম্প্রতিক অংশের জন্য পত্রিকা (অর্থনীতি অংশ কেটে খাতায় লাগিয়ে রাখতে পারেন); বাংলাদেশ ও বিশ^ পরিচয়- নবম-দশম শ্রেণি (দশম অধ্যায়- টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি); দ্বাদশ অধ্যায়- অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি)
সহায়ক হিসেবে নিচে কিছু লিংক দেয়া হলোঃ

(http://www.bbs.gov.bd/)(https://plandiv.gov.bd/)(http://www.plancomm.gov.bd/)(https://mof.gov.bd/)(http://nbr.gov.bd/)(https://erd.gov.bd/)

Competitive Exam Preparation Gurukul : Corporate Race

 

৫. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য- ০৩

(শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা/ অধিদপ্তর/ বোর্ড, বিভিন্ন ধরনের শিল্প, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, রপ্তানি আয়, বিশ্ববাণিজ্যে বাংলাদেশ, রপ্তানি প্রক্রিয়াকরন অঞ্চল, স্থলবন্দর, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সমুদ্র বন্দর, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেনদেন, রেমিট্যান্স, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা, তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা, বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর/সংস্থা, BIDA, PPP)
সোর্সঃ MP3 বাংলাদেশ বিষয়াবলি- জর্জ; বাংলাদেশ ও বিশ^ পরিচয়- নবম-দশম শ্রেণি (ত্রয়োদশ অধ্যায়- বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা); সহায়ক হিসেবে নিচে কিছু লিংক দেয়া হলোঃ

(https://moind.gov.bd/)(https://mincom.gov.bd/)(http://www.btc.gov.bd/)(http://www.epb.gov.bd/)(http://www.bbs.gov.bd/)

৬. বাংলাদেশের সংবিধান- ০৩

(বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, বাংলাদেশ সংবিধানের প্রকৃতি ও বৈশিষ্ট্য, সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের বিভাগ, বিষয় ও অনুচ্ছেদ, বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহ, বাংলাদেশের সংবিধানের তফসিল, শপথ গ্রহণ/ শপথ বাক্য পাঠ, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ এবং সাংবিধানিক পদসমূহ, বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তির ন্যূনতম বয়স, সংবিধানের দিনলিপি)

সোর্সঃ পৌরনীতি ও সুশাসন-২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি – প্রফেসর মোঃ মোজাম্মেল হক[চতুর্থ অধ্যায় – বাংলাদেশের সংবিধান (সংশোধনী অংশটা বিস্তারিত দেওয়া আছে); সপ্তম অধ্যায়- সাংবিধানিক প্রাতিষ্ঠান]
সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান- আরিফ খান[(শুধু অনুচ্ছেদসমূহ (১-৪৭ অনুচ্ছেদ প্রিলির জন্য বেশি গুরুত্বপূর্ণ), তফসিল]

পৌরনীতি ও নাগরিকতা- নবম-দশম শ্রেণি(পঞ্চম অধ্যায়- সংবিধান) এবং MP3 বাংলাদেশ বিষয়াবলি- জর্জ

৭. বাংলাদেশের রাজনৈতিক অবস্থা- ০৩

(রাজনৈতিক দলসমূহের গঠন, বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল, বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল, একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮, রাজনৈতিক দলসমূহের ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পারিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা, সেন্টার ফর পলিসি ডায়ালগ)
সোর্সঃ MP3 বাংলাদেশ বিষয়াবলি- জর্জ; পৌরনীতি ও নাগরিকতা- নবম-দশম শ্রেণি(সপ্তম অধ্যায়- গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন); সহায়ক হিসেবে নিচে কিছু লিংক দেয়া হলোঃ (http://www.ecs.gov.bd/)

Competitive Exam Preparation Gurukul - Preparing to Run

 

৮. বাংলাদেশের সরকার ব্যবস্থা- ০৩

(নির্বাহী বিভাগ/শাসন বিভাগ, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপ, আইন বিভাগ, বিচার বিভাগ, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার, বাংলাদেশের বর্তমান বিভাগ/জেলা/ উপজেলা/থানা/পৌরসভা/ সিটি কর্পোরেশন / ইউনিয়ন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন)

সোর্সঃ MP3 বাংলাদেশ বিষয়াবলি- জর্জ; পৌরনীতি ও সুশাসন-২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি- প্রফেসর মোঃ মোজাম্মেল হক[পঞ্চম অধ্যায়- বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো; ষষ্ঠ অধ্যায়- স্থানীয় শাসন]; বাংলাদেশ ও বিশ^ পরিচয়- নবম-দশম শ্রেণি (সপ্তম অধ্যায়- বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা; অষ্টম অধ্যায়- বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন); পৌরনীতি ও নাগরিকতা- নবম-দশম শ্রেণি(ষষ্ঠ অধ্যায়- বাংলাদেশের সরকার ব্যবস্থা; অষ্টম অধ্যায়- বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা)

৯. বাংলাদেশের জাতীয় অর্জন/ব্যক্তিত্ব/প্রতিষ্ঠান ও স্থাপনা/জাতীয় পুরস্কার/খেলাধুলা-চলচ্চিত্র/গণমাধ্যম- ০৩

সোর্সঃ MP3 বাংলাদেশ বিষয়াবলি- জর্জ; সহায়ক হিসেবে নিচে কিছু লিংক দেয়া হলোঃ (http://www.bangladesh.gov.bd/) (https://ictd.gov.bd/)(http://cri.org.bd/)

বি.দ্র.: উপর্যুক্ত সোর্সগুলো সম্পূর্ণভাবে পড়তে হবে ব্যাপারটি তা নয়, আপনি আপনার মতো করে গুছিয়ে পড়বেন । উপর্যুক্ত সোর্সগুলো পরবর্তীতে বাংলাদেশ বিষয়াবলি (লিখিত) এর জন্য সহায়ক হবে । প্রত্যেকের প্রস্তুতি আলাদা এবং গুছানোর ধরন ও আলাদা । এখানে আমার প্রস্তুতিটা/ নিজের ব্যক্তিগত অভিমত শেয়ার করলাম মাত্র । ৩৮ তম ও ৪০ তম বিসিএস দেওয়া সাপেক্ষে উপর্যুক্ত সোর্সগুলোকে গুছানোর চেষ্টা করেছি । ইন শা আল্লাহ পরবর্তীতে তা আপলোড করার চেষ্টা করব । অন্যান্য বিষয় নিয়ে পরবর্তীতে লেখার চেষ্টা করব । ভুল-ত্রুটি ক্ষমাসূলভ দৃষ্টিতে দেখবেন আশা করছি ।

সংযুক্তিঃ নবম-দশম শ্রেণির বোর্ড বইয়ের লিংক (http://www.nctb.gov.bd/) । এই লিংকে প্রবেশ করে পাঠ্যপুস্তক অপশনে অনেক বইয়ের তালিকা দেয়া আছে । প্রয়োজনীয় বইটি ডাউনলোড করে নিতে পারবেন ।

আরও পড়ুন:

Leave a Comment