রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের খবর দিয়ে শুরু করছি প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন | সারা সপ্তাহের খবর
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন
রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের অন্তত ৪১টি ইউনিট।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁর চীন সফর
নতুন দফায় ক্ষমতা নেওয়ার পর প্রথমবারের মত চীন সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। বুধবার থেকে তার এই তিন দিনের সফর এমন সময় হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সাথে চীনের সম্পর্কে বড়রকম ফাটল তৈরি হয়েছে। আমেরিকার সাথে সুর মিলিয়ে ইউরোপও বলছে- রাশিয়ার প্রতি চীনের রাজনৈতিক এবং অর্থনৈতিক সমর্থনের কারণে ইউক্রেন যুদ্ধের সুরাহা করা কঠিন হয়ে পড়েছে। তাদের কথা – রুশ জ্বালানি আমদানি বাড়িয়ে ইউক্রেন যুদ্ধে চীন পরোক্ষভাবে রাশিয়াকে এই যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে।
আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের সংঘর্ষ
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে সংঘর্ষের পর ইসরায়েলি পুলিশ ৩৫০ জনেরও বেশি ফিলিস্তিনি পুণ্যার্থীকে গ্রেফতার করেছে। ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, সংঘর্ষের সময় তাদেরকে লক্ষ্য করে পাথর ও আতসবাজি ছোড়া হয়েছে। ফিলিস্তিনিরা বলছে তাদের ওপর পুলিশ স্টান গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
চ্যালেঞ্জের মুখে এরদোয়ানের রাজনৈতিক ভবিষ্যৎ
যে বালক একদা রাস্তায় লেবুর শরবত আর রুটি বিক্রি করতেন, পরে তিনিই হয়ে উঠলেন আধুনিক তুরস্কের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক এবং যুদ্ধংদেহী এক আঞ্চলিক নেতা। তার উত্থান শুরু হয় প্রায় তিন দশক আগে ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। এর পরে তিনি তিন তিনবার প্রধানমন্ত্রী এবং দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার এই ক্ষমতা অব্যাহত রাখার লক্ষ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন তিনি।
মার্কিন স্পিকারের সঙ্গে বৈঠক করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট
চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। গতকাল বুধবার এ বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে ৫৫ কিলোমিটার দূরে সিমি উপত্যকার রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কেভিন ম্যাকার্থি ও সাই ইং–ওয়েন।
নিজেদের সব মিগ–২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দিতে চায় পোল্যান্ড
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে নিজেদের বহরের সবগুলো মিগ–২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দিয়ে দিতে প্রস্তুত রয়েছে তাঁর দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোল্যান্ড সফর করছেন। গতকাল বুধবার রাজধানী ওয়ারশতে দুনেতা সংবাদ সম্মেলন করেন। এ সময় জেলেনস্কিকে পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করেন দুদা।
দুটি ধারা বাতিল, ৮টি সংশোধনের সুপারিশ
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের কাছে যে সুপারিশমালা পাঠিয়েছে, তাতে আইনটির দুটি ধারা (২১ ও ২৮) পুরোপুরি বাতিল এবং আটটি সংশোধনের কথা বলা হয়েছে। এসব ধারার বেশির ভাগ বাক্স্বাধীনতা ও সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও দেখুন: